কয়রা (খুলনা) প্রতিনিধি :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মীনী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, বাগেরহাট ১ ও খুলনা ২ আসনের সংসদ সদস্য সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও শেখ সালাউদ্দীন জুয়েল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেমিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক শেখ সোহেল উদ্দীন, নৌপরিবহন মালিক সমিতির সহ সভাপতি শেখ জালাল উদ্দীন রুবেল ও শেখ বেলালউদ্দীন রুবেলের রত্নগর্ভা মাতা এবং বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ শারহান নামের তন্ময়ের দাদিমা, শেখ রাজিয়া নাসেরের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কয়রায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কয়রা উপজেলা আওয়ামীলীগ ও তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। উপজেলা আওয়ামীলীগ সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে স্মরণ সভায় সংসদ সদস্য আলহাজ¦ আকতারুজ্জামান বাবু বলেন, ১৯৭৫ সালে ১৫ আগষ্ঠের পর থেকে এই রত্ন গর্ভা মাতা দুঃসময়ের আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু শেখ পরিবারকে অভিভাবকের মত আগলে রেখেছিলেন। এবং গনতন্ত্রের মানস কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্ঠা হিসেবে কয়েক যুগ ধরে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে শেখ হেলাল ও তাঁর পরিবার পরিজনরা যেমন মা হারিয়েছেন তেমনি আওয়ামীলীগ হারিয়েছে অভিভাবক। এ সময় তাঁর রুহের মাগফেরাত কামানা করে দোয়া ও মোনাজাত করা হয়। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্মরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাষ্টার কফিল উদ্দীন, ও খগেন্দ্রনাথ মন্ডল। সাংগঠনিক সম্পাদক ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম ও এ্যাডঃ মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক সুজিত রায়, সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদ ও নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা মহিলা আওয়ামীগের নিলিমা চক্রবর্তী, যুবলীগের সভাপতি এসএম শফিকুল ইসলাম, এ্যাডঃ আরাফাত হোসেন, মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, উত্তর বেদকাশি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশি চেয়ারম্যান আছের আলী মোড়ল, মহিলা লীগের সভাপতি সুমাইয়া আমিন লতা ও সুলতানা মিলি, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুরুপ বামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে রাজিয়া নাসেরের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেনের সভাপতিত্ত্বে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্যিালয়ের সভাপতি ও উপাধাক্য এইচএম নজরুল ইসলাম।