
ও প্রেসক্লাব রামপাল এর সর্বিক সহযোগীতায় উপজেলার বড়কাটালী গ্রামের পঙ্গু জাবের হোসেনকে একটি চায়ের দোকানের সকল প্রকার মালামালসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম,এ সবুর রানা, পেড়িখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার
দেলোয়ার হোসেন, প্রেসক্লাব রামপাল এর সাঃ সম্পাদক এ এইচ নান্টু, সাংবাদিক মল্লিক মোতাহার হোসেন, সুজন মজুমদার, মোঃ মেহেদী হাসান, পেড়িখালী ইউনিয়নের ৮নং ওযার্ডের ইউপি সদস্য সেলিম রেজা কাজল, মোল্যা হাফিজুর রহমান, মোঃ সোলায়মান, মোঃ হাবিবুর রহমান, নজরুল ইসলাম বাচ্চু প্রমুখ। এসময় প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম,এ সবুর রানা বলেন, দুঃস্থদের সাবলম্বি করার জন্য এধরনের সহায়তা অব্যহত থাকবে। তিনি এমন মহৎ কর্মে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য বিস্তার ট্রাষ্টটি পরিচালনা করেন
প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ শহিদুর রহমান।