রামপালে মাধ্যমিক ও মাদ্রাসায় জানুয়ারীর প্রথম দিনে ৬৪.২৩ ভাগ শিক্ষার্থী নতুন বই হাতে পেয়েছে। উপজেলার ৪৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭ টি মাদরাসার শিক্ষার্থীরা এ বই পেলো। রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক জানান, এ বছর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বইয়ের চাহিদা দেয়া হয়েছিল ২ লক্ষ ১১ হাজার ৫৩২ টি। শনিবার পর্যন্ত পাওয়া গেছে ১ লক্ষ ৩৫ হাজার ৭৮ টি। বাকী ৭৫ হাজার ৬৪৪ টি বই এসে পৌছায়নি অর্থাৎ ৩৫.৭৭ ভাগ বই হাতে পাওয়ার সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেয়া হবে। তিনি জানান করোনা মহামারি প্রাদুর্ভাবের প্রতিকূল পরিবেশের কারণে শতভাগ বই বিতরণ সম্ভব হয়নি।