রামপালে সন্ত্রাসী হামলায় বিএনপি’র ১o জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষ চিহ্নিত সন্ত্রাসীরা নেতাকর্মীদের মারপিট করে ও ভাংচুর চালায়। আহতদের মধ্যে গুরুতর দুই জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, বাঁশতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ আজমি, মোল্লা কামরুজ্জামান বাবু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, মো. ফিরোজ কবির, উপজেলা যুবদলের সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, ছাত্রনেতা মোফাজ্জল হুসাইন বাদল, রফিকুল ইসলাম, মো. ইয়াছিন আরাফাত শেখ, আসলাম তালুকদার, কবির কাজী। আহতদের সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশতলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় গিলাতলা বাজারের বিএনপি কার্যালয়ে এক বর্ধিত সভা চলছিল। এ সময় ৩৪/৩৫ জন্য চিহ্নিত সন্ত্রাসী লোহার রড ও লাঠি নিয়ে হামলা করে মারপিট শুরু ও ভাংচুর করে। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানায় কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি। এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দায়ীদের শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইন্জিনিয়ারিং আকরাম হোসেন তালিম, যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ নেতৃবৃন্দ।