রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের ৯নং সদস্য জিয়াউর রহমানের বিরুদ্ধে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। ৯ নং ওয়ার্ডের হতদরিদ্র শেখ সোহাগের স্ত্রী খাদিজা বেগম কে ভিজিডির দুই মাসের ৩০ কেজির দুই বস্তা চাল দেয়া হয়। সোমবার দুপুরে বাঁশতলী ইউনিয়ন পরিষদ থেকে কার্ডধারী খাদিজার স্বামী নসিমন চালক সোহাগ ওই দুই বস্তা চাল নিয়ে ফেরার সময় ইউপি সদস্য জিয়াউর রহমান এক বস্তা চাল তাকে বাঁশতলীর নাজিম উদ্দীনের দোকানে রেখে দিতে বলেন। সোহাগ এক বস্তা চাল ওই দোকানে রেখে দেয়। সে অভিযোগ করে বলে, দুই মাসের চাল একসাথে দিয়েছেন চেয়ারম্যান। এর মধ্যে এক বস্তা আমরা কাছ থেকে রেখে দিয়েছেন। আমি এর বিচার চাই সাংবাদিকরা সত্যতা নিশ্চিতের জন্য ওই দোকানে গেলে দোকানী নাজিম বলেন, এক বস্তা চাল মেম্বার জিয়া আমাকে রাখতে বলেন আমি দোকানে রেখে দিয়েছি। কি কারণে সে চাল রেখেছে আমি জানি না।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন আমি কোনো দোকানে চাল রাখিনি। এলাকাবাসী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার তদন্তসহ আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।