চ্যানেল খুলনা ডেস্কঃরাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের দাবি আদায়ে ফের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে সিবিএ নেতারা। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার বিকেলে প্লাটিনাম জুট মিলের শ্রমিক ইউনিয়নে শাহানা শারমিনের সভাপতিত্বে মুলতবি সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা-অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের সিবিএ নেতাদের সমন্বয়ে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির নাম দেয়া হয়েছে ‘রাষ্ট্রায়ত্ত পাটকল খুলনা-যশোর অঞ্চলের সিবিএ সমন্বয় পরিষদ’।
কমিটির আহ্বায়ক আলীম জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক আঃ হামিদ সরদার ও সদস্য সচিব প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম-সম্পাদক ইস্টার্ণ জুট মিলের সিবিএ সভাপতি মোঃ আলাউদ্দিন, ক্রিসেন্ট জুট মিলের সিবিএ সভাপতি দ্বীন ইসলাম, স্টার জুট মিলের সিবিএ সভাপতি বেল্লাল হোসেন মল্লিক ও যশোর জুট ইন্ডাস্ট্রির (জেজেআই) সিবিএ সভাপতি ইকবাল খান। এছাড়া সদস্যরা হলেন আলীম জুট মিলের সিবিএ সভাপতি মোঃ সাইফুল ইসলাম লিটু, কার্পেটিং জুট মিলের সিবিএ সভাপতি বাদশা মিয়া, স্টার জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক আঃ মান্নান, খালিশপুর জুট মিলের সিবিএ সভাপতি আবু দাউদ মোহাম্মদ দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম ও দৌলতপুর জুট মিলের সদস্য সচিব আক্তার হোসেন। গতকালের সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্লাটিনাম জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, সিবিএ নেতা মোঃ পলাশ, ইউসুফ আলী প্রমুখ।
গঠিত সমন্বয় কমিটি আগামী সপ্তাহে ঢাকায় খুলনা, ঢাকা ও চট্টগ্রামের পাটকলের সিবিএ নেতাদের নিয়ে বৈঠক করবেন। পর্যায়ক্রমে পাটকলগুলোর সাবেক সিবিএ (ননসিবিএ) নেতাদের নিয়ে আলোচনা করা হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনের সিদ্ধান্ত নেয়া হবে। এমনটাই জানিয়েছেন আলিম জুট মিলের সিবিএ সভাপতি মোঃ সাইফুল ইসলাম লিটু ও প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন।
তারা জানান, মজুরি বকেয়া থাকায় পাটকল শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। বার বার প্রতিশ্র“তি দেওয়া হলেও এখনো শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন হয়নি। এসব বিষয় নিয়ে গতকাল প্লাটিনাম জুট মিলের সিবিএ কার্যালয়ে বৈঠক করা হয়। বৈঠকে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের সিবিএ নেতাদের নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। শ্রমিকদের দাবি আদায়ে আন্দোলনের প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতারা খুলনাসহ ঢাকা ও চট্টগ্রামের সিবিএ নেতাদের নিয়ে বৈঠক করবেন। এরপর কেন্দ্রীয় কমিটি গঠন করে আন্দোলনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।