অনলাইন ডেস্কঃখুলনার রূপসা উপজেলার আমদাবাদ এলাকায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরির চেষ্টাকালে গণ পিটুনিতে নিহত মাছ চোরের নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।রবিবার (২৮ জুলাই) রাতে নিহতের স্ত্রী তানিয়া খাতুন বাদী হয়ে এজাহার নামীয় তিনজন এবং অজ্ঞাত নামা ১৫০-২০০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
এলাকাবাসী জানায়, গত ২৭ জুলাই গভীর রাতে তিন মাছ চোর আমদাবাদ ঘের এলাকায় জাকির শেখ ও সাইফুল হাওলাদারের মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পার্শ্ববর্তী ঘের মালিক মোস্তাফিজ খান টের পেয়ে কৌশলে ঘেরের আশপাশের জন সাধারণকে খবর দেয়। মুহূর্তের মধ্যে আশপাশের জনসাধারণ তিন চোরকে ঘিরে ফেলে।
এ সময় দুই চোর পালিয়ে গেলেও ফকিরহাট উপজেলার জাড়িয়া বাড়ইপাড়া এলাকার মৃত মোহর শেখের ছেলে আজগর শেখকে (৩৫) এলাকাবাসী আটক করে। উত্তেজিত জনতা আজগরকে বেধড়ক মারপিট করে জখম করে। পুলিশ খবর পেয়ে ২৮ জুলাই ভোরে আজগরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সকাল ৬টার দিকে আজগর মারা যায়।
এ ঘটনায় নিহত আজগরের স্ত্রী তানিয়া খাতুন গ্রেফতারকৃত সাইফুল ইসলাম, জাকির হোসেন ও মোস্তাফিজ খানকে আসামি করে এবং অজ্ঞাত নামা ১৫০-২০০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রাজিউল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের কারাগারে প্রেরণ পূর্বক সাত দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই) শুনানি অনুষ্ঠিত হবে।