সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
লবণ নিয়ে বিভ্রান্ত হবেন না : শিল্পমন্ত্রী | চ্যানেল খুলনা

লবণ নিয়ে বিভ্রান্ত হবেন না : শিল্পমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃচাহিদার তুলনায় পাঁচ গুণ লবণ উৎপাদন হয়। আপনারা লবণ নিয়ে বিভ্রান্ত হবেন না। দেশে লবণের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে নিটল-নিলয় গ্রুপ আয়োজিত টাটা কোম্পানির বিশেষ গাড়ি (নতুন পিকআপ) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ব্যবসায়ীদের মধ্যে কিছু মানুষ আছে যারা সরকারকে বেকায়দায় ফেলতে বিভ্রান্ত ছড়াতে ব্যস্ত আছেন এমন কথা জানিয়ে নূরুল মজিদ মাহমুদ হুমায়ন বলেন, একটার পর একটা বিষয় নিয়ে তারা এ অপপ্রচারে লিপ্ত আছে। পেঁয়াজের পর তারা লবণ নিয়ে বিভ্রান্ত তৈরির চেষ্টা করছেন। আমি তাদের বলব লবণ কোনো জুয়া খেলা নয়, এটা নিয়ে বিভ্রান্ত করবেন না। আমরা যে কোনো অনিয়ম বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।

তিনি বলেন, দেশে প্রতি মাসে লবণের চাহিদা এক লাখ মেট্রিক টনের বিপরিতে উৎপাদন হয় সাড়ে ৬ লাখ মেট্রিক টন। এছাড়া চলতি বছর নভেম্বর থেকে পুরোদমে লবণ উৎপাদন শুরু হয়েছে। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, সরকার ঘরে ঘরে চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন তা এগিয়ে নিতে কাজ করছে প্রাণ আরএফএল-নিটল গ্রুপ। এখন বিশ্ব বাজারে প্রাণের পণ্য পাওয়া যায়, এটা গর্বের বিষয়। তারা বেকার সমস্যায় বড় ধরনের অবদান রাখছে এ ধারা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, টাটা মটরসের রিজিওনাল ম্যানেজার (সাউথ এশিয়া) আসিফ শামীম, নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুল মারিব আহমাদ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ তানবীর শহীদ প্রমুখ।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।