সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শত ভাগ স্বচ্ছতায় ত্রাণ পৌঁছে দিতে কাজ করছে ইউএনও তুষার কুমার পাল | চ্যানেল খুলনা

শত ভাগ স্বচ্ছতায় ত্রাণ পৌঁছে দিতে কাজ করছে ইউএনও তুষার কুমার পাল

জাকারিয়া শাওন :: বিশ্ব কাঁপছে করোনা আতংকে । আন্তর্জাতিক গনমাধ্যমের সূত্র অনুযায়ী এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত ২০ লাখের বেশি এবং মৃতের সংখ্যাও লাখ ছাড়িয়েছে । বাংলাদেশেও করোনার প্রভাব বিস্তার করছে । আইডিসিআর’র তথ্য অনুযায়ী বাংলাদেশে আজ (১৪এপ্রিল) পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ১০১২ জন, মারা গেছে ৪৬ জন । এই মহামারীর সংক্রমন রোধে সরকার সাধারন ছুটি বাড়িয়েছে ২৫ এপ্রিল পর্যন্ত । বন্ধ রাখা হয়েছে নিত্যপন্যের দোকান ছাড়া সব দোকান । সকল প্রকার সরকারী বেসরকারী অফিস বন্ধ রয়েছে । বাগেরহাটের রামপাল উপজেলায়ও একই চিত্র । উপজেলার অনেক জায়গা ঘুরে দেখা গেছে এই পরিস্থিতিতে খেটে খাওয়া এমন কি ডেইলি আয়ে যাদের সংসার চলে সেই সকল মানুষের আয়ের উৎস এখন নেই বল্লেই চলে । অন্যদিকে নিম্ন মধ্যবিত্তদের অবস্থা শোচনীয় । এমতাবস্থায় সরকারের সহায়তা পৌঁছে দেওয়ার ঘোষনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সামাজিক সংগঠনের পাশাপাশি বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এসব মনুষের পাশে দাঁড়াতে ।
সেই ধারাবাহিকতায় রামপাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা কার্য্যক্রম অব্যহত রয়েছে । এই কার্যক্রম সঠিক ভাবে পরিচালনার জন্যে সবসময় পর্যবেক্ষন করছেন ইউএনও তুষার কুমার পাল । সার্বক্ষনিক তিনি নজরদারী করছেন , উপজেলার প্রতিটি পাড়ায় মহল্লা তিনি চষে বেড়াচ্ছেন যাতে করে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কেউ অভূক্ত না থাকে ।

তিনি জানান চলমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুস্থঃ খাদ্য সংকটে থাকা মানুষদের সাহায্যার্থে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের মাধ্যমে ইতিমধ্যেই তালিকা তৈরী করা হয়েছে ৷ এছাড়া লোকলজ্জার ভয়ে অনেকেই সাহায্য চাইতে পারেন না খোঁজখবর নিয়ে তাদের নামও তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে ৷ তালিকা অনুয়ায়ী সকল বরাদ্দ পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সকলের কাছে পৌছে দেয়া হবে ৷ একজন ব্যাক্তিকে দুইবার ত্রান দেওয়া হবে না এবং কোনো ব্যাক্তি ত্রান থেকে বাদ পড়বে না ৷ এখানে যাতে কোনো দুর্নীতি না হয় আমি সেদিকে বিশেষ নজর রেখেছি ৷ শতভাগ স্বচ্ছতার সাথে ত্রানগুলো মানুষের কাছে পৌছে দিতে উপজেলা প্রশাসন তৎপর আছে ৷ ত্রান বিতরণে অনিয়ম দুর্নীতি করলে কাউকে কোনো রকম ছাড় দেয়া হবেনা ৷ অসহায় কোনো ব্যাক্তিই তালিকা থেকে যাতে বাদ না যায় আমি সে বিষয়ে চেয়ারম্যানদের বিশেষভাবে নির্দেশনা দিয়েছি ৷ মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে ৷
এলাকাবাসী বলছেন, করোনা মোকাবেলায় জনসচেতনতামূলক বিভিন্ন দৃশ্যমান পদক্ষেপ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সর্বদা রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা । এই উপজেলায় ইউএনও হিসাবে দীর্ঘদিন তিনি কর্মরত আছেন ৷ পদমর্যাদার চেয়ে মানবতার সেবাই তার কাছে মূখ্য বলে তিনি সুনাম অর্জন করেছেন । তার এই কার্যক্রমকে সাধূবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল ৷

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

অজ্ঞান পার্টির খপ্পরে ফকিরহাটের এক সাংবাদিকের ছেলে

ফকিরহাটে ৮দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাশাপাশি বিএনপির সভা ও সাবেক সংসদের সংবর্ধনা, সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা

চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজে আলোচনা সভা ও ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

রামপালে বিএনপি’র কর্মী সমাবেশ

চিতলমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্রদলের চিত্র প্রদর্শন ও আলোচনা সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।