
সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একটি শোক র্যালী রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মরহুমের কবর জিয়ারত শেষে রায়েন্দা পাইলট হাইস্কুল চত্বরে স্মরণ সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা ভাইস-চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ খালেক খাঁন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান বাদল জোমাদ্দার, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সর্দার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি গাজী বদরুজ্জামান আবু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাসানুজ্জামান জোমাদ্দার, কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীর তালুকদার, ধানসাগর ইউনিয়ন আওয়ামীী লীগের সাধারণ সম্পাদক তপু বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাব্বির।