নাগরিক ঐক্য খুলনা নগর শাখার নির্বাহী কমিটির সভায় বক্তারা বলেছেন, শাসকদের প্রশ্রয়ে দুর্নীতিবাজরা সম্পদের পাহাড় গড়ে তুলেছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করতে হবে। তাদেরকে বিচারের কাঠগড়ায় বিচারের আওতায় এনে দুর্নীতি নির্মূল করতে হবে।
সোমবার (১ জুলাই) বিকেলে স্থানীয় একটি হোটেলে দলের সভায় নেতৃবৃন্দ একথা বলেন। নেতৃবৃন্দ ঘনঘন লোডশেডিং এ উৎপাদন বৃদ্ধির ব্যাহত’র ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। সেই সাথে উল্লেখ করা হয় লোডশেডিং ঘন্টার পর ঘন্টা চললেও বিদ্যুৎ বিল যথারীতি গুণতে হচ্ছে। যা মরার ওপর খাড়ার ঘা সামিল। সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
সভায় উল্লেখ করা হয আগামী ২০ জুলাই বেলা ১১ টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দলের নগর শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না সভায় প্রধান অতিথি থাকবেন।
নগর শাখার সিনিয়র সদস্য ও বিশিষ্ট সাংবাদিক শেখ জামিরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নগর শাখার সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, নগর নারী ঐক্য’র আহ্বায়ক অ্যাডভোকেট সাকিনা ইয়াসমিন, কাজী আমিনুর রহমান, ওয়াহিদুজ্জামান সোহাগ, সুলতানা পারভীন। হযরত আলী গাজী ও ফরিদ মোল্লা দলের নীতি-আদর্শের প্রতি একাত্মতা ঘোষণা করে নাগরিক এক্যে যোগদান করেন। সভা শেষে বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক শেখ আব্দুস সালাম ও মৌলুদা বেগমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।