নাগরিক ছাত্র ঐক্যর কেন্দ্রীয় সভাপতি মো. তরিকুল ইসলাম বলেছেন, শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইতিবাচক পদক্ষেপ প্রয়োজন। সেই সাথে শিক্ষানীতি প্রনয়ণ অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিমুক্ত করার জন্য উদ্যোগ নিতে হবে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে নাগরিক ছাত্র ঐক্যের খুলান জেলা ও নগর কমিটি গঠন উপলক্ষে এক সভায় তিনি একথা বলেন।
প্রধান অতিথি অবিলম্বে প্রথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সকল স্তরের পাঠ্যপুস্তক সরবারহের দাবি করেন। বিশেষ অতিথি ছিলেন ছাত্র ঐক্যর কেন্দ্রীয় সদস্য সচিব আলিফ। বিশেষ বক্তা কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক তানভীর ইসলাম স্বাধীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা ও নগর সমন্বয়ক নুরুল ইসলাম শান্ত। বক্তৃতা করেন নাগরিক ঐক্যর খুলনা নগর শাখার সভাপতি এডভোকেট ড: মো: জাকির হোসেন, জেলা শাখার সভাপতি এডভোকেট আব্দুল মজিদ হাওলাদার, নগর শাখার সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু ও জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আব্দুল হান্নান।
সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। দোয়া মাহফিলে জেএসডি নেতা স. ম রেজাউল করিমের স্ত্রীর আত্মার মাগফেরাত কামনা করা হয়।