খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে যা যা করণীয় সরকার তার সব কিছুই করছে। পথশিশু, ঝুঁকিপূর্ণকাজে নিয়োজিত শিশু, কর্মজীবী শিশু, বিদ্যালয় থেকে ঝরেপড়া ও প্রতিবন্ধী শিশুদের কল্যাণে সরকার বিভিন্ন সহায়তা প্রদান করে যাচ্ছে।
মেয়র আজ (বুধবার) সকালে নগরীর উত্তর কাশিপুর ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত উপকারভোগী কর্মজীবী শিশু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সিটি মেয়র বলেন, শিশুর অধিকার বাস্তবায়নে পিতামাতা, পরিবার ও সমাজের প্রত্যেকের দায়িত্বশীল হওয়া উচিত। সচেতনতার অভাবে অনেক সময় শিশুরা শারীরিকসহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়। নির্যাতন থেকে শিশুদের রক্ষা করতে অভিভাবকসহ সকলের জনসচেতনতা দরকার। করোনাকালে কর্মজীবী শিশুদের পাশে দাড়াঁনোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানান সিটি মেয়র।
বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তন খুলনার সভাপতি অজন্তা দাসের সভাপতিত্বে এসময় লিনডে বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার আহম্মেদ ফুয়াদ, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিটি মেয়র কর্মজীবী শিশুদের অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিনডে বাংলাদেশ লিমিটেডের অর্থায়নে ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের একশত ৭৩ কর্মজীবী শিশু পরিবারের মাঝে আট কেজি করে চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, দুই কেজি আলু, এক লিটার তেল, দুইটি সাবান এবং ৫০০ গ্রাম গুড়া দুধ বিতরণ করেন।
পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ১, ২, ৩, ৪, ১০ ও ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন।