শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার কর্মীসভা মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বাদ মাগরিব খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সহ-সভাপতি আল মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা এসএম নুর হাসান জনি সাবেক ছাত্রনেতা মোঃ সাদিকুর রহমান সোহেল,আনিসুর রহমান কবিরসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মী সভায় প্রধান অতিথি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারণ সহ এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় অনুমোদনের জন্য পাঠানোর নির্দেশনা দেন।