খুলনা মহানগর যুবলীগ এর যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন এর মাতা রিজিয়া শহীদ ও নগর যুবলীগের সদস্য এস এম হাফিজুর রহমান এর মাতা রাবেয়া বেগম অসুস্থ। তাঁদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মঙ্গলবার বিকালে নগরীর শীতলা বাড়ী মন্দিরে নগর যুবলীগের সদস্য অভিজিৎ চক্রবর্তী দেবুর উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, বিজয় ঘোষ, যুবলীগ নেতা অভিজিৎ চক্রবর্তী দেবু, বিশ্বজিৎ দে মিঠু, বিপ্লব সাহা লব, উজ্জল ব্যানার্জী, রাম চন্দ্র পোদ্দার, অভিজিৎ পাল, ছাত্রলীগ নেতা জব্বার আলী হীরা, ঝলক বিশ্বাষ, লিয়ন বিশ্বাষ, জনি বসু, দিপ্র দাস, সন্ধ্যা রানী বিশ্বাষ মহাদেব সাহা, শংকর কুমার শীল, অসিম শীল, সুকুমার সাহা, উজ্জ্বল সাহা, রবিন দাস, অলোক শীল, সাগর মজুমদার, রাজু সাহা, নুপুর দাস, দেবাশীষ দাস, উজ্জল সরকার, বাপ্পা রায়, অয়ন রায়, নিলয় পাল প্রমুখ।