নিউজিল্যান্ড সফরে একে তো দল আছে হারের বৃত্তে তার উপর মাঠের বাইরেও বইছে ঝড়। মিডিয়ার সামনে খোলামেলা কথা বলে একভাবে ঝড় তুলেছেন সাকিব-মাশরাফি।
অন্যদিকে সিনিয়র প্লেয়াররা ভুগছেন ইনজুরিতে। চোটের কারণে আগে দুই ম্যাচ খেলতে পারেননি মুশফিক। আর ফিটন্যাস সমস্যায় ভুগে শেষ টি-টোয়েন্টি খেলবেন না মাহমুদউল্লাহ রিয়াদ। বৃহস্পতিবার (১ এপ্রিল) এমনটাই জানিয়েছেন দলের ব্যবস্থাপকের দায়িত্বে থাকা জালাল ইউনুস।
মাশরাফি টি-টোয়েন্টি খেলছেন না চার বছর হলো। সাকিব আইপিএল খেলতে গেছেন ভারতে, তামিম ব্যাক্তিগত কারণে দেখিয়ে নিয়েছেন ছুটি। মুশফিকের পর এখন মাহমুদুল্লাহ চোটে পড়ায় তাই মাঠে নামা হচ্ছে না পঞ্চ পাণ্ডবের কাউকে।
২০০৬ সালের পর এমন দৃশ্য প্রথমবার দেখা যাবে। আর নতুন অধিনায়ক দেখা যাবে ২০০৯ সালের পর। এখন প্রশ্ন হলো নতুন অধিনায়ক কে?
জালাল ইউনুসে দেয়া উত্তরে খানিকটা অবাকই হতে হবে। শেষ ম্যাচে টিম সাউদির সাথে টস করতে দেখা যাবে পুরো সফরে নিষ্প্রভ থাকা লিটন দাসকে!
গত পাঁচ ম্যাচে ১০ গড়ে লিটনের রান মাত্র ৫০। স্ট্যাম্পিং করেছেন মাত্র একটি আর গ্রাউন্ড ফিল্ডার হিসেবে ক্যাচ নিয়েছেন তিনটি। তারপরও লিটনের উপরই আস্থা