সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ | চ্যানেল খুলনা

শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ

চ্যানেল খুলনা ডেস্কঃসমাজবিজ্ঞান অনুষদের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা।গত ২২ সেপ্টেম্বর ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মাধ্যমে শুরু হওয়া আট দিনব্যাপী এই পরীক্ষা মঙ্গলবার (১ অক্টোবর) ‘বি’ ইউনিটের ষষ্ঠ শিফটের পরীক্ষার মাধ্যমে সুষ্ঠুভাবে শেষ হলো। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পর থেকে শেষ হওয়া পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনা ঘটলেও এ বছর এখনও সেরকম কোনো ঘটনা ঘটেনি।ইতোমধ্যে অনুষ্ঠিত সকল ইউনিটের ফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।এ বছর ১৮৮৯ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তিন লাখ ৫৯ হাজার ৯৬২ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য ভর্তি যুদ্ধে অবতীর্ণ হয় ১৯১ জন শিক্ষার্থী।

‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ৬৮ হাজার ৮৯৫ জন শিক্ষার্থী, ‘বি’ ইউনিটে (সমাজ বিজ্ঞান অনুষদ) ৪৯ হাজার ৮৩৩ জন, ‘সি’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ব্যতীত) ৬০ হাজার ৬১৫ জন, ‘সি ১’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ৯ হাজার ২৬৮ জন, ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৭৬ হাজার ৫৪০ জন, ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০ হাজার ৮৫৬ জন, ‘এফ’ ইউনিটে (আইন অনুষদ) ৩৫ হাজার ৭৩ জন, ‘জি’ ইউনিটে (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ) ৯ হাজার ৮৮ জন, ‘এইচ’ ইউনিটে (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, আইআইটি) ১৯ হাজার ৭৩৮ জন এবং ‘আই’ ইউনিটে (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ৯ হাজার ৫৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

এ বছর ইউনিট ভেদে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হয় ‘এফ’ ইউনিটে (আইন অনুষদ)। এই ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে লড়েছে ৫৮৪ জন ভর্তিচ্ছু। অপরদিকে সবচেয়ে কম প্রতিযোগিতা হয় ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ)। এই ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে লড়েছে ১০৪ জন ভর্তিচ্ছু।

এছাড়া ‘এ’ ইউনিটে ১৬৮ জন, ‘বি’ ইউনিটে ১৫৩ জন, ‘সি’ ইউনিটে ১৬১ জন, ‘সি1’ ইউনিটে ১৫১ জন, ‘ডি’ ইউনিটে ২৩৯ জন, ‘জি’ ইউনিটে ১৯১ জন, ‘এইচ’ ইউনিটে ৩৫২ জন এবং ‘আই’ ইউনিটে ৩১৮ জন ভর্তিচ্ছু প্রতিটি আসনের বিপরীতে লড়েছেন।

এদিকে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের, ভর্তি পরীক্ষার কার্যক্রমে নিয়োজিত শিক্ষক, প্রক্টরিয়াল বডির সদস্য, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্য, অফিসার, কর্মচারী, পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

ভর্তি পরীক্ষা সম্পন্ন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, শিক্ষক সমিতির সভাপতি এবং গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান প্রমুখ।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।