সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সাতক্ষীরা জজ কোর্টের (সাব জজ-২) বিচারক ফারুক ইকবাল এ আদেশ দেন।
জানা গেছে, চেয়ারম্যান শেখ আব্দুর রহিম কৈখালী ইউনিয়নের ঈশ্বরীপুর গ্রামের মোহাম্মাদ আলী সরদারের ছেলে মিজানুর রহমানের কাছ থেকে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় চেকের মাধ্যমে ৩০ লাখ টাকা গ্রহণ করেন। পরে টাকা পরিশোধ না করায় মিজানুর রহমান চেয়ারম্যানের বিরুদ্ধে সাতক্ষীরা জজ আদালতে ৩৭৪/২০ নং মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনা প্রমাণিত হওয়ায় বিচারক তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ টাকা পরিশোধের আদেশ দেন। তবে এ সময় চেয়ারম্যান আদালতে উপস্থিত ছিলেন না।
সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল লতিফ জানান, টাকা নিয়ে পরিশোধ না করায় শেখ আব্দুর রহিমকে এক বছরের কারাদণ্ড ও টাকা পরিশোধের আদেশ দিয়েছেন আদালত। আসামি বর্তমানে পলাতক রয়েছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, আদালত থেকে এখনও চেয়ারম্যান আব্দুর রহিমের সাজাপ্রাপ্ত হওয়ার কোনো কাগজপত্র পাইনি। কাগজপত্র হাতে পাওয়া পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।