শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ১১ দিনের সফরে আগামীকাল (বুধবার) খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১৩ মে (বৃহস্পতিবার) বিকাল তিনটায় শহিদ হাদিস পার্কে শ্রম অধিদপ্তর এবং মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে বিভিন্ন পেশায় করোনায় কর্মহীন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ এবং বিকাল চারটায় ফুলবাড়ি গেটে বিভিন্ন পেশায় করোনায় কর্মহীন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
তিনি ১৪ মে নিজ বাসভবনে স্বাস্থ্যবিধি মেনে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রতিমন্ত্রী ১৫ মে থেকে ২১ মে পর্যন্ত সন্ধ্যার পর নিজ বাসভবনে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
তিনি ২২ মে দুপুরে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।