????????????????????????????????????
বিতরণকালে তিনি বলেন, করোনা ভাইরাস আজ মহামারী আকারে ধারণ করেছে বিশ্বব্যাপী। এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া কঠিন। সকলকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বার বার সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড হাত ধুতে হবে। মুখে মাস্ক ও হাতে গ্লাভস ব্যবহার করতে হবে। সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিটি এলাকায় হত দরিদ্র মানুষের পাশে দাড়াতে হবে এবং মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তালাহ’র কাছে সাহায্য চাহিতে হবে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, একরামুল কবির মিল্টন, মাহবুব হাসান পিয়ারু, শরিফুল ইসলাম বাবু, আনিসুর রহমান আরজু, হেদায়েত হোসেন, ওহেদুজ্জামান খোকন, শামীম আহসান, শাহাদাৎ হোসেন বাবলু, ইমরান হোসেন, শরিফুল ইসলাম সাগর, আশিকুর রহমান, শেখ মারুফ হোসেন।