পুলিশের বাধায় শ্রীমঙ্গল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন পণ্ড হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে শহরের অদূরে সিন্দুরখান সড়কের পাশে এ সম্মেলনের আয়োজন করে বিএনপি সম্মেলন।
এ উপলক্ষে যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান সম্মেলনে প্রধান অতিথি থাকার কথা ছিল।
পুলিশ বলছে, করোনা ভাইরাস পরিস্থিতিতে জনসমাগম এড়াতে ও যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি না থাকায় সম্মেলনে বাধা দেওয়া হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী বলেন, ‘গত ২৪ জানুয়ারি এ সম্মেলন উপলক্ষে অনুমতি নিতে শ্রীমঙ্গল থানায় একটি আবেদন করা হয়। এতে উল্লেখ করা হয়, ২৬ জানুয়ারি মঙ্গলবার শ্রীমঙ্গল শহর বা শহরতলীতে বিএনপি শ্রীমঙ্গল উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হবে। এতে জেলা পরিষদের অডিটোরিয়াম বরাদ্দ নিয়েছিলাম। অথচ দুইদিন অতিবাহিত হলেও হলের চাবি দেওয়া হয়নি। পরে শহরতলীতে সম্মেলনের স্থান নির্ধারণ করি। ’
মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘জেলা বিএনপির শীর্ষ নেতাদের সম্মেলনে না যাওয়ার জন্য শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুময়ান কবির ফোন করে বলেন, শ্রীমঙ্গলে বিএনপির সম্মেলন করা যাবে না। ওপরের নিষেধ রয়েছে। ’
তবে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেছেন, ‘করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সভা সমাবেশের ওপর জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। ’
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, ‘জেলা প্রশাসনের নির্দেশনা ও সংক্রমণ রোধ আইন অনুযায়ী সব ধরনের জনসমাগম নিষেধাজ্ঞা রয়েছে। আয়োজকরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কোনো অনুমতি নেননি। ’