সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সংসদে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় নগর যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল | চ্যানেল খুলনা

সংসদে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় নগর যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল

খুলনায় প্রতিষ্ঠা হবে দেশের পঞ্চম মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খুলনায় এই মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ। সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল-২০২১’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গত ১৯ জানুয়ারি বিলটি সংসদে উত্থাপনের পর সেটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের জন্য জাতীয় সংসদে আইনের খসড়ায় অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল করেছে খুলনা মহানগর আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ। আনন্দ মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বলেন, খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় হলে খুলনাঞ্চলের চিকিৎসা সেবায় এক উজ্জল দৃষ্ঠান্ত তৈরী হবে। খুলনার সাধারণ জনগন আর উন্নত চিকিৎসার জন্য রাজধানীর দিতে তাকিয়ে থাকতে হবে না। এছাড়া খুলনার ছেলে মেয়েরা চিকিৎসা বিজ্ঞানের প্রতি আরো মনোযোগী হবে। ভবিষ্যতে খুলনা সহ সারাদেশের ছেলে মেয়েরা এখান থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ বিদেশে চিকিৎসা সেবায় অংশ নিবে। সমাবেশে খুলনা মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, শওকত হোসেন, অভিজিৎ চত্রবর্তী দেবু, তাজুল ইসলাম, ইলিয়াস হোসেন লাবু, বাদল সিপাহী, হাসান শেখ, জামিল আহমেদ সোহাগ, ছাত্রলীগ নেতা রনবীর বাড়ৈ সজল, এখতিয়ার মোল্লা, জব্বার আলী হিরা, জহির আব্বাস, ইয়াসিন আলী, রুবায়েত ইসলাম জুয়েল, মেহেদী হাসান মান্না, দিদারুল আলম, এস এম ইমাজ উদ্দিন রিপন, মাহামুদুল ইসলাম সুজন, শেখ সাকিব, কামরুজ্জামান ইমরান, সোহান হোসেন শাওন, তায়েজুল ইসলাম তাজ, রনি রায়, ইবনুল হাসান, মাহামুদুর রহমান রাজেশ, আব্দুল কাদির সৈকত, তরিকুল ইসলাম তুফান, ওসমান গাজী অপু, বায়েজিদ সিনা, আহনাফ অর্পন, জোয়েব সিদ্দিকী, সাগর মিত্র চিন্ময়, সাইফুল ইসলাম, মশিউর রহমান বাদশা, শংকর কুন্ডু, মেহেদী হাসান সজীব, সৈকত দাশ, মো: গালিব হোসেন, শাহরিয়ান নেওয়াজ রাব্বি, মহিউদ্দিন হাওলাদার জনি, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, সফিকুল ইসলাম মুন্না, মুক্তাজুল ইসলাম সোহাগ, মহাদেব গাইন, জনি বসু, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, আতিকুর রহমান সাব্বির, পিয়াল হাসান, হাসান শেখ, রাকিব আহম্মেদ রাব্বি, রায়হান শিকদার, তানভীর ইসলাম সাব্বির সহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় দৈনিক ভোরের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মহানগর বিএনপি নেতা জহর মীরের মৃত্যুতে শোক

খুলনা সকল থানার ওসিকে অপসারণ চেয়ে বিএনপির ২৪ ঘন্টার আল্টিমেটাম

খুবি উপাচার্যের সাথে কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

খুলনা ডিসি অফিসের সামনে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।