সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সওজের অভিযানে সাতক্ষীরায় গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা | চ্যানেল খুলনা

সওজের অভিযানে সাতক্ষীরায় গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

চ্যানেল খুলনা ডেস্কঃ সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড় থেকে বাঙালের মোড় পর্যন্ত সড়কের দুই পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে রাস্তার দুই পাশের এসব অবৈধ স্থাপনা।সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যার নেতৃত্বে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এ অভিযান পরিচালনা করে। অভিযানে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের আওতাধীন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের অফিস, ইটাগাছা ভিআইপি ট্রাক স্ট্যান্ডসহ প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এ সময় ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিসসহ রাস্তার দুই পাশে অবস্থিত সকল অবৈধ স্থাপনা সংশ্লিষ্টদের নিজ উদ্যোগে সরিয়ে ফেলতে দেখা যায়।

এর আগে সওজের অভিযানে শহরের নিউমার্কেট এলাকার ফল ব্যবসায়ী পলাশপোল এলাকার আব্দুস ছাত্তারকে পাঁচ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া আমিনুর রহমান নামে অপর এক ফল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা ও আজাহার ইসলাম নামে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, সাতক্ষীরাকে একটি স্থায়ী বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ নামে সামাজিক আন্দোলনের সূচনা করা হয়েছে। এই আন্দোলনের মধ্য দিয়ে অপরিচ্ছন্নতা দূর করে সাতক্ষীরাকে একটি সুন্দর মডেল নগরীতে পরিণত করা হবে।

অবৈধ স্থাপনা উচ্ছেদের এই অভিযানে উপস্থিত ছিলেন- সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দীন, উপবিভাগীয় প্রকৌশলী জিয়া উদ্দীন, উপবিভাগীয় প্রকৌশলী তরিকুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী শিমুল হুসাইন, সার্ভেয়ার কামরুজ্জামান আহছানসহ আরও অনেকে।

উল্লেখ্য, সড়ক ও জনপদ বিভাগের (সওজ) আওতাধীন জেলার সকল সড়কে পর্যায়ক্রমে এ অভিযান চলবে বলে জানা গেছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জলবায়ু পরিবর্তন নেটওয়ার্ক প্লাটফর্ম গঠন সংক্রান্ত কর্মশালা

জনসাধারণের মধ্যে জনমত সৃষ্টির জন্য তালায় লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি মুন্না

তালায় স্কুলছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি

জাগরণ বার্তা ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

তালায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

তালায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন বিএনপিনেতা হাবিবুল ইসলাম হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।