নিজের সম্মাননার অর্থ কিশোরী কন্যারত্নদের জন্য ব্যয় করে মহানুভতার পরিচয় দিয়েছেন “আমাদের কন্যারত্ন, আমাদের অ্যাম্বসেডর” নামক বিশেষ উদ্যোগ এর উদ্যোক্তা ও খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ড. সাবিনা ইয়াসমিন মালা। অত্র এলাকার শহীদ মুক্তিযোদ্ধা সন্তান ড. সাবিনা ইয়াসমিন পঞ্চগড় জেলা প্রশাসক হিসেবে বিশেষ এ উদ্যোগের স্বীকৃতি স্বরূপ গত ২৭ জুলাই জনপ্রশাসন পদক লাভ করেন। সম্মাননার সাথে তিনি নগদ ৫০ হাজার টাকা পান। সম্মাননার প্রাপ্য এ অর্থ জন্মস্থান পাইকগাছার কিশোরী কন্যারত্নদের জন্য ব্যয় করেন। এ অর্থে তিনি এলাকার মুক্তিযোদ্ধা ও অসচ্ছল পরিবারের মেয়েদের জন্য বাইসাইকেল দেওয়ার ব্যবস্থা করেন।
শনিবার (৯ অক্টােবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কন্যারত্নদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ বাইসাইকেল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।
স্বাগত বক্তব্য রাখেন, উপ-সচিব ড. সাবিনা ইয়াসমিন মালা। বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, ঢাকাস্থ পাইকগাছা সমিতির সভাপতি একেএম সাঈদ হোসেন, পাইকগাছা প্রেসকাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও শিক্ষার্থী কন্যারত্ন শতরূপা কবির এনা।
প্রধান অতিথি সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে উপেক্ষা করে কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। এ জন্য শেখ হাসিনা সরকার নারীর ক্ষমতায়ন নানামুখী পদক্ষেপ নিয়েছে। এর ফলে সমাজের প্রতিটি ক্ষেত্রে নারী নেতৃত্ব তৈরী হয়েছে। তিনি বলেন, কন্যারত্ন বিশেষ এ উদ্যোগ সমাজ থেকে বাল্যবিবাহ ও ইভটেজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ দূর করতে ভূমিকা রাখছে। তিনি দেশের প্রতিটি জেলা, উপজেলায় কন্যারত্ন উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।