বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গযেশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার খালেদা জিয়ার মৃত্যু না হওয়া পর্যন্ত মুক্তি দেবে না। সরকার তাঁর সুচিকিৎসা চায় না। শেখ হাসিনার পদত্যাগ, না হয় খালেদা জিয়া সুচিকিৎসা- বিএনপির সামনে এই দুইয়ের মাঝামাঝি কোন কথা নাই। তাই সরকার কোনটি করবে, তাদের ভাবতে হবে। পদত্যাগ নয়, খালেদার মুক্তি। শত চেষ্টা করেও আমরা খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার জন্য পাঠাতে পারবো না। শেখ হাসিনা তাঁর (খালেদা জিয়া) মৃত্যু না হলে মুক্তি দেবেনা। কিন্তু জণগন ঐক্যবদ্ধ হলেও শেখ হাসিনা মার্কা সরকার ক্ষমতায় থাকতে পারবে না।
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে বিভিন্ন মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা গয়েশ্বর রায় আরও বলেন, আর কোনদিন সরকারের মন্ত্রী, এমপি, ডাক্তার বেয়াদবী করা দু:শাহস করবেন। হয় মুক্তি দেবেন, নয় বলবেন তাঁর মৃত্যুর আগ পর্যন্ত সরকার তাকে ছাড়বে না।
দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর অনুমতির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে মহানগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে খুলনা জেলা ও মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে। দীর্ঘদিন পর এই সমাবেশে খুলনার বিএনপির সকল গ্রুপ অংশগ্রহণ করে।
দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই চন্দ্র রায় ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য মশিউর রহমান।