ভিন্নমত থাকতে পারে, কিন্তু দলীয় শৃঙ্খলার বাইরে কেউ নন- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সম্প্রতি বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া প্রসঙ্গে এই কথা বলেন তিনি।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সোমবার (১৫ ডিসেম্বর) রাতে বিএনপির দুই ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও শওকত মাহমুদকে শোকজ নোটিস পাঠানো হয়।
মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, একটা রাজনৈতিক দলের নেতা-কর্মী কখনোই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করতে পারে না। এটা তো একটা ডিসিপ্লিনের মধ্যে আছে। নানা ডিফারেন্স অব অপিনিয়ন হতে পারে, সেটা হাউজের মধ্যে। ওপেন কোনো জায়গায় আমরা কোনো কথা বলতে পারি না।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় সরকারি কর্মকর্তারা যে প্রতিবাদ জানিয়েছেন, সংবাদ সম্মেলনে তার সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, আপনারা দেখেছেন, সংবিধানের কথা বলে তারা রাজপথে নেমে এসেছেন। তারা রীতিমত ব্যানার হাতে মিছিল স্লোগান দিয়ে রাজনীতিবিদদের মতো সভা-সমাবেশ করেছেন। বিচারক ও পুলিশ বাহিনী মানববন্ধন করেছে, যা দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।
সংবাদ সম্মেলনে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, সেলিমুজ্জামান সেলিম উপস্থিত ছিলেন।