খুলনার কয়রা উপজেলায় সরকারি খরচে আইন সহায়তা দিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। সোমবার সকাল ১০ টায় উপজেলা সদরের সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের ২ টি পক্ষ সামাজিক দুরত্ব বজায় রেখে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। এসময় উক্ত প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস উপস্থিত থেকে প্রতিযোগিনীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ইউএসএআইডির প্রমোটিং পিস এ্যান্ড জার্টিস এ্যাকটিভিটির অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছেন। উল্লেখ্য খুলনা জেলা লিগ্যাল এইড কমিটি এবং বেসরকারি সংস্থা রুপান্তর উক্ত প্রতিযোগিতার আয়োজক হিসেবে কাজ করছেন। উক্ত বিতর্ক প্রতিযোগিতার বিষয় বস্তু সরকারি খরচে সমাজের ঘৃর্নিত কাজগুলির বিরুদ্ধে প্রতিবাদ করতে আইনগত সহায়তা সম্পার্কে ছাত্রছাত্রীদের মাঝে প্রচার করা। এ বিষয় সংশ্লিষ্ট কতৃপক্ষ জানায় সরকারি আইনি সহায়তায় কার্যক্রমে মানুষকে সচেতনতাই যথেষ্ট এবং সরকারি খরচে আইনের সহায়তা প্রদানের বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধি করতে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন করা হচ্ছে। উক্ত অনুষ্ঠানে সভাপত্বি করেন প্রধান শিক্ষক খায়রুল আলম। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কয়রা প্রেস ক্লাবের সভাপতি এসএম হারুন অর রশিদ, সাংবাদিক শাহজাহান সিরাজসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।