প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান এবং তার স্ত্রী জেলি রহমান।
সোমবার (৩ আগস্ট) রাতে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখার প্রধান আব্দুর কাইয়ুম জানান, শনিবার (১ আগস্ট) নগরীর বাবুখাঁয় স্থানীয় এক ব্যক্তির জানাজার নামাজে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মেয়র। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। করোনা আক্রান্ত হয়েছেন ধারণা করে ওইদিন সন্ধ্যায় মেয়র ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার রাতে তাদের করোনা আক্রান্তের বিষয়টি রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নিশ্চিত করা হয়েছে।
বর্তমানে মেয়র ও তার স্ত্রী নগরীর খামার মোড় এলাকার নিজ বাড়িতে আইসোলেশনে আছেন বলে জানান তিনি।