খুলনা মহানগরীতে লাইসেন্স বিহিন ইজিবাইক ও অন্যান্য গণপরিবহন বৃদ্ধির প্রতিবাদ, নগরীর গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যান চলাচল বন্ধ, যত্রতত্র গাড়ী পার্কিং এবং যানজট নিরসনের লক্ষ্যে দেশের সড়ক. রেল. নৌ ও আকাশ পথে যাত্রীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিয়োজিত সরকার স্বীকৃত জাতীয় সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি খুলনা জেলা শাখার কতিপয় নেতৃবৃন্দ আজ ১৩ জানুয়ারী সকাল ১১টায় মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ট্রাফিক জনাব খন্দকার আবু হাসানের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
সংগঠনের জেলা শাখার সভাপতি প্রকৌশলী রফিকুল আলম সরদারের নেতৃত্বে উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক এম. এ. মান্নান বাবলু, সাধারণ সম্পাদক জি. এম. ইউনুস আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সেনা কর্মকর্তা সহিদুল ইসলাম।
সম্প্রতি ইজিবাইক শ্রমিকলীগের নাম ব্যবহার করে কিছু অসাধু চালক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানী বন্ধে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপে নেতৃবৃন্দ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত সভা থেকে নেতৃবৃন্দ যাত্রী সাধারণের সুবিধার্থে মহানগরীতে বি আর টি সি’র যাত্রী বান্ধব দ্বিতল বাস চালু করার বিষয়েও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।