খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এবং খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসানের বাবা এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী এনায়েত হোসেনের শশুর সাবেক পুলিশ কর্মকর্তা শেখ হারেজ উদ্দিন আহমেদ (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ১১টায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ৫ মেয়ে নাতী নাতনি, আত্মীয় স্বজনসহ বহু গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভানুধ্যারীরা মরহুমের বাড়িতে এক পলক দেখর জন্য তার বাড়িতে সমবেত হন।
মরহুমের নামাজে জানাযা ইকবাল নগর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, সাবেক সভাপতি এস এম হাবিব, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ উপ-দপ্তর সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম, এস এম আসাদুজ্জামান রিয়াজ, শেখ সেলিম, ইকবাল নগর মসজিদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, দক্ষিণাঞ্চল প্রতিদিনের সম্পাদক এস এম সাহিদ হোসেন, সাংবাদিক দিদারুল আলম, বাপ্পি খান, আব্দুল মালেক, ক্লাবের সদস্য মো. আতিউর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঈনুল ইসলাম নাসির, সাধারণ সম্পাদক আতাউর রহমান শিকদার রাজুসহ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে সাংবাদিক শেখ আবু হাসানের পিতা শেখ হারেজ উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।