সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সাংবাদিক মোস্তফা কামাল আহমেদ’র দাফন সম্পন্ন | চ্যানেল খুলনা

সাংবাদিক মোস্তফা কামাল আহমেদ’র দাফন সম্পন্ন

দৈনিক যুগান্তর পত্রিকার খুলনা ব্যুরোর সিনিয়র রিপোর্টার মোস্তফা কামাল আহমেদের (৫১) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার(৯ জুলাই) দুপুরে নগরীর গোয়ালখালী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার আগে, আলমনগরের রোলিং মিল জামে মসজিদ প্রাঙ্গণে জুম্মাবাদ তার জানাজা অনুষ্ঠিত হয়। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় শেষ নি: শ্বাস ত্যাগ করেন। তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গত ১ সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। এমনকি বাড়িতে অক্সিজেনও নিচ্ছিলেন। বৃহস্পতিবার তার করোনা পজেটিভের রিপোর্ট আসে। বৃহস্পতিবার গভীর রাতে অবস্থার অবনতি হলে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে । পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেছেন।
তার গ্রামের বাড়ি বাগেরহাটের মোল্লারহাট উপজেলায়। তিনি বর্তমানে খালিশপুরের আলমনগরের নিজস্ব বাড়িতে বসবাস করতেন। তার বাবার নাম মৃত মনসুর আহমেদ। ৯০ দশক থেকে সাংবাদিকতা শুরু করেন তিনি। তিনি খুলনার স্থানীয় দৈনিক প্রবাহ, দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ২০১৬ সালের ১ জুন যুগান্তরের খুলনা ব্যুরো অফিসের সিনিয়র রিপোর্টার হিসেবে যোগদান করেন তিনি। ব্যক্তি জীবনে তিনি সদালাপী এবং মিষ্টভাষী ছিলেন। তিনি খুলনা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।
মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যাক্ষ বিমল সাহা, সিনিয়র সাংবাদিক শাহআলম, ইন্ডিপেনডেন্ট টিভির রিপোর্টার এ এইচ এম শামীমুজ্জামান ও অভিজিৎ পাল, গাজী টিভির লিয়াকত হোসেন, কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, বাংলাদেশ প্রতিদিনের খুলনা রিপোর্টার মাকসুদ আলী, সমকালের খুলনা রিপোর্টার হাসান হিমালয়, সাংবাদিক হুমায়ুন কবির, নুর হাসান জনি, আল মাহমুদ প্রিন্স, বেল্লাল হোসেন সজল, মোঃ হাসানুর রহমান তানজির, জয়নাল ফারাজী, সোহেল মাহমুদ, এসএম আমিনুল ইসলাম, খলিলুর রহমান সুমন, মোঃ রবিউল গাজী উজ্জল, জিকু আলম, শেখ শান্ত , যুগান্তরের রিপোর্টার আহমদ মূসা রঞ্জু, নূর ইসলাম রকি, ফটো সাংবাদিক এমএম মিন্টু প্রমুখ।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

‘সুস্থ প্রতিযোগিতা না থাকলে গণমাধ্যমের স্বাভাবিক বিকাশ হবেনা’

গণপিটুনির ভিডিও করায় খুলনায় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাই

খুলনা সংবাদপত্র পরিষদের কমিটি গঠণ

রামপাল প্রেসক্লাব’র সভাপ‌তি সবুর, সুজন সম্পাদক, মেহেদী সাংগঠনিক সম্পাদক

খুলনা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

খুলনা আলোচনা, দোয়া ও কেক কেটে নব যাত্রার সূচনা আমার দেশ পত্রিকার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।