চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন তার সম্মেলন কক্ষে আজ সকালে স্থানীয় পত্রিকার প্রকাশক, সম্পাদক ও জাতীয় পত্রিকার ব্যুরো প্রধানসহ স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন। এসময় খুলনা জেলায় ডিক্লারশন প্রাপ্ত মিডিয়া গুলোর নাম প্রকাশ করা হয়।
সভায় জানানা হয়, খুলনা জেলায় ডিক্লারশন প্রাপ্ত দৈনিক পত্রিকার সংখ্যা ২৩টি, সাপ্তাহিক পত্রিকা ২৫টি, পাক্ষিক পত্রিকা চারটি, মাসিক নয়টি, ত্রৈমাসিক পত্রিকা একটি। এর মধ্য অনেক পত্রিকা অনিয়মিতভাবে প্রকাশিত হয়। অপেশাদার মনোভাব সম্পন্ন এসব অনিয়মিত পত্রিকা অনেক সময় বিব্রতকর ও অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করে জনসাধারণের মাঝে বিভ্রান্ত ছড়ায় বলে অভিযোগ দেন বক্তারা। মতবিনিময় সভায় খুলনার স্থানীয় সরকারের উপ-পরিচালক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মণ্ডলীর সভাপতি বেগম ফেরদৌসী আলী, দৈনিক অনির্বাণ এর সম্পাদক অধ্যক্ষ আলী আহমদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব, সাধারণ সম্পাদক সাহেব আলীসহ স্থানীয় পত্রিকার প্রকাশক, সম্পাদক এবং স্থানীয়, জাতীয় পত্রিকার সাংবাদিক ও টেলিভিশন চ্যালনসমূহর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডেক্স রিপোর্ট