সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সাইফের বাড়িতে হামলার নেপথ্যে কারা? | চ্যানেল খুলনা

সাইফের বাড়িতে হামলার নেপথ্যে কারা?

বলিউড অভিনেতা সাইফ আলি খানের বাড়িতে হামলার ঘটনায় আটক ৩ জন। সাইফের বাড়িতে হামলার নেপথ্যে কারা? সন্ধান করতে বুধবার মধ্যরাত থেকেই সক্রিয় হয়ে ওঠে মুম্বই পুলিশ। সংগ্রহ করা হয় অভিনেতার বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ। বাড়ির নিরাপত্তারক্ষী এবং পরিচারকদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই ৩ জনকে আটক করা হয়েছে বলে খবর।

রাতে অভিনেতার বাড়িতে ৭ জন নিরাপত্তারক্ষী ছিলেন। তারপরও কীভাবে ওই দুষ্কৃতী প্রবেশ করল, প্রশ্ন উঠছে। আদৌ বাইরে থেকে কোনও দুষ্কৃতী প্রবেশ করেছে, নাকি ভিতরের কেউ কাণ্ড ঘটিয়েছে সেটা নিয়েও প্রশ্ন উঠছে। শোনা যাচ্ছে, সিসিটিভি ফুটেজে কাউকে বাড়ির ভিতরে ঢুকতে দেখা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ডাকাতির উদ্দেশে বলিউডের নবাবের বান্দ্রার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতী। বাড়িতে ঢুকে পড়ার পর পরিচারক তাকে দেখে ফেলেন। পরিচারকের সঙ্গে কথা কাটাকাটি চলাকালীন সাইফ আলী খান তাদের শান্ত করার চেষ্টা করেন।

অভিনেতা ওই ঢাকাতদের বাধা দিতে গেলে ধস্তাধস্তি শুরু হয়। ঢাকাতদের কাছে ধারালো ছুরি ছিল। পরিবারের সদস্যদের রক্ষা করতে সাইফ নিরস্ত্র অবস্থায় দুষ্কৃতীকে বাধা দেওয়ার চেষ্টা করেন। ধস্তাধস্তির মধ্যে সাইফকে একাধিকবার ছুরির আঘাত করে তারা।

দ্রুত অভিনেতাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত ৩ সদস্যের এক চিকিৎসক দল গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকরাই জানিয়েছেন, সাইফের শরীরে ছয় বার ছুরির আঘাত করা হয়েছে।

এর মধ্যে দু জায়গার আঘাত গুরুতর। এদিকে সইফের টিম এবং কারিনার টিমের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সাইফ ছাড়া পরিবারের বাকি সদস্যরা পুরোপুরি নিরাপদ এবং সুস্থ। সাইফের অস্ত্রোপচার করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে কোনওরকম গুজব না ছড়াতে অনুরোধ করা হয়েছে নবাব পরিবার থেকে।

সূত্রের খবর, ছুরি দিয়ে ছয় বার আঘাত করা হয় অভিনেতাকে। তার হাত ও পিঠের চোট গুরুতর। এই মুহূর্তে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি অভিনেতা। হাসপাতাল সূত্রের খবর, সাইফের চিকিৎসায় ৩ সদস্যের টিম গঠন করা হয়েছে। তার পিঠে অস্ত্রোপচারও করা হচ্ছে। হাসপাতালে রয়েছেন কারিনা কাপুর খানসহ সাইফের গোটা পরিবার।

এদিকে ওই হামলার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর থেকে নানা কথা। শিব সেনার উদ্ধব শিবির থেকে শুরু করে কংগ্রেসের মতো বিরোধী দলগুলি মুম্বইয়ের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে। তাদের প্রশ্ন, এটা গোটা বলিউডকে আতঙ্কিত করার চেষ্টা। সাইফের মতো সেলিব্রিটিরাই যদি নিরাপদ না হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

সাইফের বাড়িতে হামলার নেপথ্যে কারা?

বিয়ে সেরে ফেললেন পড়শী, পাত্র কে?

‘জালিয়াতির’ অভিযোগ এনে শিরোপা হারালেন মিস ইউনিভার্স আর্জেন্টিনা

বিয়ের পিঁড়িতে বসছেন স্পাইডারম্যান ও জেনডেয়া

‘জুলাই বিপ্লব’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ, ৮ পরিচালক পেলেন দায়িত্ব

হাসপাতালে কিয়ারা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।