সাতক্ষীরা থেকে চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ তুহিন হোসেনকে (২৮) গ্রেফতার করেছে র্যাব-৬। গ্রেফতারকৃত তুহিন পাথরগাঘাটার মাঝেরপাড়া গ্রামের তবিবর রহমানের পুত্র।
গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টায় র্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার আশাশুনি থানার আগরদারী গ্রাম থেকে গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা জেলার সদর থানার পাথরঘাটা গ্রামের (মাঝেরপাড়া) নিজ বাড়িতে গোসল শেষে ঘরে কাপড় পরিবর্তন করছিল। বাড়িতে কেউ না থাকার সুবাদে তুহিন ভিকটিমের ঘড়ে প্রবেশ করে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের চিৎকার শুনে আত্মীয়-স্বজন আশপাশের লোকজন এগিয়ে আসলে তুহিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উক্ত বিষয়ে ভিকটিমের শাশুড়ি বাদী হয়ে মোঃ তুহিন হোসেন এর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইন (সংশোধনী ২০০৩) এর ৯ (১) ধারায় মামলা দায়ের করে যার নং- ৪০, তারিখ: ১৫/১২/২০২১। উক্ত মামলাটির বিষয়ে র্যাব-৬ (সাতক্ষীর ক্যাম্প) এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং এজাহার নামীয় পলাতক আসামিকে গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) অনুমান দুপুর ২টার সময় র্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোঃ তুহিন হোসেনকে গ্রেফতার করে।
উল্লেখ্য, র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, প্রতারক ও বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার আসামী, গ্রেফতারসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।