আরিফুল হক চৌধুরীঃ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতাল করা হচ্ছে। যে কোনো মুহূর্তে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুধুমাত্র করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দেয়া হবে এই হাসপাতালে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ১-২ দিনের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা দেয়া হবে। সাধারণ কোনো রোগীর চিকিৎসা এখানে নয় সদর হাসপাতালে হবে। সেক্ষেত্রে সব ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অফিস থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, জরুরি বিভাগ চালু না থাকলেও মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০-২০০ জন সাধারণ রোগী ওয়ার্ডে ভর্তি থেকে চিকিৎসা নিতেন। তবে করোনা পরিস্থিতির কারণে সেটি একেবারেই কমে গেছে। করোনা আতঙ্কে সাধারণ রোগীরা হাসপাতাল ছেড়েছে অনেক আগেই। আজ (সোমবার) এ হাসপাতালে ভর্তি রয়েছেন মাত্র ১২ জন সাধারণ রোগী।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মানস কুমার মন্ডল বলেন, আইসোলেশন ওয়ার্ডে দুইজন করোনা সন্দেহে ভর্তি রয়েছেন। তাদের নমুনা পাঠানো হয়েছে। সাধারণ রোগীদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হচ্ছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, সাতক্ষীরায় করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল হিসেবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে নির্দিষ্ট করা হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জেলায় করোনা আক্রান্ত রোগী বা সন্দেহজনক রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে।