সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সাতক্ষীরার তালার সরুলিয়া ইউপি নির্বাচনে সকলের প্রিয় মুখ মামুনুর রহমান খান | চ্যানেল খুলনা

সাতক্ষীরার তালার সরুলিয়া ইউপি নির্বাচনে সকলের প্রিয় মুখ মামুনুর রহমান খান

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও ভোটারদের সরগরম বেশ পরিলক্ষিত হচ্ছে। সাতক্ষীরার তালা উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজার সরুলিয়া ইউনিয়নের একটি কেন্দ্রবিন্দু।
কপোতাক্ষ নদের তীরে বৃহৎ এ বাণিজ্যিক কেন্দ্রকে ঘিরে উপজেলার ৩নং সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হতে মরিয়া হয়ে উঠেছে উভয়দলের প্রার্থীরা। বিশেষ করে এ ইউনিয়নের মোট ভোটারের প্রায় ৬০ শতাংশ ডানপন্থি রাজনৈতিক দলের। সেকারণে ডানপন্থিদের পছন্দের প্রার্থী হতে অনেকেই নিজেকে মেলে ধরেছে।
এই ইউনিয়নের স্বাধীনতার ৪৯ বছরেও আধুনিকতার ছোঁয়া তো দূরের কথা মান্দাতার আমলের পিচ ঢালা রাস্তায় কাদা মেখে একাকার জনসাধারণ। তাই সৎ, ন্যায় পরায়ন, বিনয়ী, মিশুক ও সকলের কাছে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে নিজেকে অনেকটাই এগিয়ে রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তালা উপজেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পল্লী চিকিৎসক মামুনুর রহমান খান।
মানুষটি আচার-আচরণ ও মিষ্টি হাসির ভাজে উন্নয়নের জোয়ার দেখতে চায় সাধারণ ভোটাররা।
১৯৭৯ সালে ইউনিয়নের খোর্দ্দ গ্রামের মৃত জাফর আলী খা’র পুত্র হিসেবে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম হয়। লেখাপড়ার জীবন বলতে ১৯৯৫ সালে মাধ্যমিক পাশ ও ১৯৯৭ সালে কেশবপুর উপজেলার বরণডালী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।
লেখাপড়া জীবনের ইতি টেনে জাতীয়তাবাদী আদর্শের একজন অগ্রণী সৈনিক ও পল্লী চিকিৎসক হিসেবে সকলের কাছে প্রিয় মুখ।
মামুনুর রহমান খান সরুলিয়া ইউপির ২নং ওয়ার্ড থেকে একবার ইউপি সদস্য নির্বাচিত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করায় জনসাধারণ মানুষটির উপর আস্থা রেখে নাগরিক অধিকার নিশ্চিত করতে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন অনেকেই।
সরুলিয়া ইউনিয়নের কেন তিনি চেয়ারম্যান নির্বাচিত হতে চান এমন কথা জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন, নাগরিক অধিকার নিশ্চিত, মাদকমুক্ত যুবসমাজ, কর্মমুখী কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে চান।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একাধিক নেতাকর্মীর সাথে যোগাযোগ করা হলে নামপ্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, হেভিওয়েট প্রার্থী থাকলেও সকলেই ঘুমিয়ে। তাই সৎ, নির্ভীক, সদালাপী ও সাধারণের বিশ্বস্থ মামুনুর রহমান খান।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মোবাইল দোকান থেকে ৬৫টি স্মার্টফোন চুরি

তালায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তালায় র‌্যালি

জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে সাতক্ষীরায় সংলাপ

তালায় উপসচিব পদে সকল কোটার অবসান দাবিতে মানববন্ধন

তালায় দুই লাখ টাকার আট দলীয় মেগা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।