সাতক্ষীরা প্রতিনিধিঃঘুষ গ্রহণের অভিযোগে সাতক্ষীরায় এক ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে আকস্মিক জেলার ভোমরা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে এসে ঘুষ নেওয়ার প্রমাণ পেয়ে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ চৌধুরীও জেলা প্রশাসকের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সাময়িক বরখাস্ত হওয়া ওই কর্মকর্তার নাম মহাসীন হোসেন। তিনি ভোমরা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা।
জানা গেছে, রবিবার বিকালে হঠাৎ ভোমরা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে আসেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এবং সদর উপজেলার ইউএনও দেবাশীষ চৌধুরী। এ সময় ভূমি অফিসে উপস্থিত সেবা গ্রহীতাদের সঙ্গে কুশল বিনিময়কালে একজন সেবা গ্রহীতা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে বলেন- ‘অতিরিক্ত টাকা দিলেও তার কাজ করে দিচ্ছেন না ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা। পরে জেলা প্রশাসক বিষয়টি আমলে নিয়ে ওই সেবা গ্রহীতার কাছে ঘুষ গ্রহণকারী ভূমি কর্মকর্তার নাম জানতে চান। এরপর তার কার্যালয়ে গিয়ে ঘুষ নেওয়ার প্রমাণ পেয়ে তাৎক্ষণিক ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, প্রাথমিকভাবে সরকারি সেবা দেওয়ার নামে অবৈধভাবে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগটি প্রমাণিত হওয়ায় ভোমরা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মহাসীন হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, কয়েক মাস আগে সেবা গ্রহীতার বড় ভাই সেজে অবৈধভাবে আর্থিক সুবিধা দাবির প্রমাণ পেয়ে সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।