বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) খুলনা অফিসের নির্দেশনায় সাতক্ষীরা জেলার সদরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা এর নেতৃত্বে বুধবার (৭ ফেব্রুয়ারি) একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সাতক্ষীরার একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানটি হলো, সাতক্ষীরা সদরের ঘোষপড়ার মেসার্স ইভা চানাচুরকে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩/৫৩ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন খুলনা বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো: আলী আকবর সোহেল। জনস্বার্থে বিএসটিআই, খুলনার এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।