ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ঠিকাদার ও জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হামিদুল হক ভূইয়া হামদুকে (৬৫) গ্রেপ্তার করেছে সদর মডেল থানার পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রামের চক-বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে চট্টগ্রাম থেকে সদর থানায় নিয়ে আসে পুলিশ।
হামদু সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামের মৃত জিল্লুর রহমান ভূইয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত।
অভিযোগ রয়েছে আওয়ামী লীগের শাসনামলে হামদু ব্রাহ্মণবাড়িয়ার সকল সরকারি অফিসের ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হামদু আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সদর মডেল থানার পুলিশ চট্টগ্রামের চক-বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, হামদুর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি হত্যা মামলা, একটি গুম ও একটি বিষ্ফোরক মামলা। রাতে তাকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হবে।