খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এসএম মোস্তফা রশিদী সুজার মৃত্যুবার্ষিকী জেলা যুবলীগের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনিুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের সহ-সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়া হাসান তুহিনের সভাপতিত্বে আজ বুধবার বাদআসর দলীয় কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগে সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ,বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম,যুগ্ম সাধারণ সম্পাদক মো: সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু,প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা যুবলীগ সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল,জেলা আওয়ামী লীগনেতা এ্যাড.শাহআলম,জামিল খান। যুবলীগ নেতা আসাদুজ্জামান রিয়াজের পরিচালনায় সভায় বক্তৃতা করেন যুবলীগনেতা অজিত বিশ্বাস,এবিএম কামরুজ্জামান,রাসেল কবির,জলিল তালুকদার,এ্যাড.নুরুল আমিন,জামাল হোসেন,প্রদীপ বিশ্বাস,হারু অর রশিদ,মাহাফুজুর রহমান সোহাগ,বিধান চন্দ্র রায়,রবিউল ইসলাম,ওলিউর রহমান সানি,বিবেকান্দ রায়,আল মোমিন লিটন,মিজান মল্লিক,অধ্যপক ওহিদুজ্জামান,শামিম হাসান তুহিন,এ্যাড.বদরুল আলম তয়ন,শাহানাজ কবির টিংকু,ফারুক মাষ্টার,তাপস জোয়াদ্দার,রাফেল হোসেন বাবু,দীপ পান্ডে বিশ্বাস,মো: পারভেজ,চিশতি নাজমুল বাশার,ইখতেয়ার মোল্লা প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুম এসএম মোস্তফা রশিদী সুজার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।-খবর বিজ্ঞপ্তি