সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যদিয়ে এবছর দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে | চ্যানেল খুলনা

পূজামন্ডপ পরিদর্শনকালে এড. শফিকুল আলম মনা

সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যদিয়ে এবছর দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে, হিংসা, লোভ ও ক্রোধরুপী অসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে মানবিক সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত হবে। উৎপীড়ন ও প্রতিহিংসা চরিতার্থ করার মধ্য দিয়ে যারা সমাজকে, মানব সভ্যতাকে ধ্বংস করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায় কুশাসন-তাদের বিরুদ্ধে সংগ্রাম করে মানবকল্যাণ প্রতিষ্ঠাই এই উপাসনার অন্তর্নিহিত তাগিদ।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর শিতলাবাড়ি মন্দিরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। তিনি বলেন, এই দেশ এমন একটি দেশ, এখানে সাম্য, মৈত্রী, সৌহার্দ্র্য, বন্ধুত্ব এর সবকিছুই আছে। শুধু প্রয়োজন আমাদের তা লালন করা ও মেনে চলা। আমাদের সবার উচিত সৌহার্দ্র্য ও সম্প্রীতির বন্ধনে একসাথে মিলেমিশে থাকা। গত ১৭ বছরের মধ্যে বাংলাদেশে এ বছর বৃহৎ সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যদিয়ে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। মাফিয়া হাসিনাকে বিদায় করতে বিএনপি আন্দোলনে বীজ বপন করেছিলো বিগত ০৫আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মাধ্যমে সে বীজের ফসল ঘরে তুলেছে দেশের মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপি’র আহবায়ক কে এম হুমায়ুন কবীর, একরামুল কবীর মিল্টন, মিজানুর রহমান মিলটন, শীতলা বাড়ি সর্বজনীন কার্যকরী সংসদের সভাপতি সুজিত সাহা, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ,.কমিটির সহ-সভাপতি অমর দাস, বিজয় ঘোষ, দিনেশ দাস, তপন ঘোষ, তাপস সাহ, অনুত দাস, সাগর মজুমদার, স্বেচ্ছাসেবক দল নেতা খায়রুজ্জামান সজিব, উপস্থিত ছিলেন মাহবুব উল্লাহ শামীম, মো. মেশকাত আলী, রকিবুল ইসলাম মতি, জামির হোসেন দীপু, মাসুদুর রহমান হারুন, মাসুদুর রহমান, শাহিন খান, ডা. লাভলু, আকিব আহসান, আরিফা আশরাফী চুমকি, সৈয়দ আশরাফুল হক পাপ্পা, মোঃ আজগর আলী, মোঃ বিল্লাল হোসেন, মোঃ হাসান হাওলাদার, মোঃ সেলিম সেখ, মোঃ সৈকত প্রমূখ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

সাবেক ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে জখম

পাশাপাশি বিএনপির সভা ও সাবেক সংসদের সংবর্ধনা, সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা

জিয়াকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেওয়া হয়নি কেন, প্রশ্ন জামায়াত আমিরের

অসহায় মানুষের উন্নয়নে কাজ করছে জামায়াত: গোলাম পরওয়ার

ছাত্রলীগের সাবেক নেত্রী নদীসহ চার জন রিমান্ডে

তারেক রহমানের ছবি ব্যাবহার করে কুপন বিক্রি করায় ফুলতলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।