সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সারাদেশে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আন্দোলন শুরু আজ | চ্যানেল খুলনা

মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে

সারাদেশে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আন্দোলন শুরু আজ

চ্যানেল খুলনা ডেস্কঃসারাদেশের পাটকল শ্রমিকদের মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে মিছিল, সভা-সমাবেশ, ধর্মঘট, আমরণ অনশনসহ সাত দিনের কর্মসূচি আজ শনিবার গেটসভার মধ্যদিয়ে শুরু হচ্ছে। গত ১৭ নভেম্বর ঢাকায় বৈঠক করে রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের নেতারা এ কর্মসূচি গ্রহণ করেন।
ক্রিসেন্ট জুট মিলের সিবিএ’র সাবেক সভাপতি মোঃ মুরাদ হোসেন বলেন, পাটকল শ্রমিকরা নিয়মিত মজুরি না পেয়ে চরম দুর্ভোগে রয়েছে। শ্রমিকদের ১০ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। চরম আর্থিক সংকটে দিশেহারা হয়ে পড়েছে। ছেলে মেয়েদের লেখাপড়াসহ নিত্যদিনের ব্যয় মিটাতে হিমসিম খাচ্ছে। শ্রমিকদের মজুরি কমিশন, বকেয়া মজুরি প্রদানসহ ১১ দফা দাবিতে পূর্বে কর্মসূচি পালন করা হয়েছে। আজ সকালে গেটসভার মাধ্যমে কর্মসূচি শুরু হবে।
প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন বলেন, গত মাসে খালিশপুরের জনসভা থেকে দাবি বাস্তবায়নে ১৫ দিনের আল্টিমেটাম দেয়া হয়। এ সময়ে দাবির বিষয়ে সংশ্লিষ্টরা কোন উদ্যোগ গ্রহণ না করায় বাধ্য হয়ে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, আজ শনিবার সকল পাটকলে একযোগে সকাল সাড়ে ৯টায় গেটসভা করে কর্মসূচির ঘোষণা, আগামী ২৫ নভেম্বর সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ভুখা মিছিল, ২৭ নভেম্বর বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিল গেটে প্রতিকী অনশন, ২ ডিসেম্বর সোমবার ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল, ৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত মিল ধর্মঘট এবং ওই দিন বিকেল ৪টায় স্ব স্ব মিল গেটে সভা, ৮ ডিসেম্বর রবিবার আমরণ অনশনের সমর্থনে সকল মিলে একযোগে গেট মিটিং এবং শপথ গ্রহণ, ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টা থেকে শ্রমিকের পরিবার পরিজন নিয়ে স্ব স্ব মিল গেটে আমরণ গণঅনশন।
এদিকে ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত খালিশপুর শিল্পাঞ্চলসহ ৮টি স্থানে শ্রমিক সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে পাটকল শ্রমিক লীগ।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।