আগামী বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দে খুলনা থেকে প্রকাশিত হতে যাচ্ছে সাহিত্য ও সংস্কৃতির কাগজ ‘রূপসা’র চতুর্থ সংখ্যা। এবারের বিশেষ সংখ্যাটির বিষয় ‘নারী।’ এতে থাকছে প্রবন্ধ, গল্প, কবিতা এবং শিল্পকর্ম। এক্ষেত্রে শুধুমাত্র নারী লেখক এবং শিল্পীদের নিকট হতে লেখা ও শিল্পকর্ম আহ্বান করা যাচ্ছে।
প্রবন্ধের ক্ষেত্রে শব্দ সংখ্যা অনধিক ৩৫০০। প্রবন্ধে প্রয়োজনীয় ক্ষেত্রে সহায়িকা বা তথ্যসূত্র উল্লেখ করতে হবে। গল্পের ক্ষেত্রে অনধিক ২০০০ শব্দের মধ্যে মৌলিক এবং অপ্রকাশিত গল্প এবং কবিতার ক্ষেত্রে অনধিক ৩০ লাইন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের স্ক্রিপ্ট পাঠানো যেতে পারে। চিত্রকর্ম ও ভাস্কর্যের ক্ষেত্রে রঙিন ছবিসহ শিল্প ও শিল্পীর বিবরণসহ অনধিক ২টি শিল্পকর্ম পাঠানো যাবে।
উদীয়মান লেখক ও শিল্পীদের প্রধান্য দেওয়া হবে। লেখক সম্মানী এবং সৌজন্য সংখ্যা প্রদানযোগ্য। লেখা এবং শিল্পকর্ম পাঠানোর শেষ তারিখ ৩১ মার্চ ২০২৩ খ্রি.। লেখা অবশ্যই sutonnyMJ ফন্টে ১২ সাইজে পাঠাতে হবে। চিত্রকর্মের ছবি তুলে বা স্ক্যান করে এবং ভাস্কর্যের ছবি তুলে মূল রেজুলেশনসহ JPG/JPEG ফরম্যাটে ই-মেইল করে পাঠাতে হবে। লেখা ও শিল্পকর্ম পাঠান shaswatazaman@gmail.com ও maksud@ku.ac.bd ঠিকানায়। বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৪০০-৪৮৫৫৪২।