চ্যানেল খুলনা ডেস্কঃদুর্নীতি দমন কমিশন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের অধ্যক্ষ ডা. নুর ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক ডা. মো. ফেরদৌস রহমান বাদী হয়ে মামলাটি করেন।আসামিদের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারী যন্ত্র ও সরঞ্জামাদি কেনার অভিযোগ আনা হয়েছে।
মামলার উল্লেখ করা হয়, আসামিরা নিয়ম বহির্ভূতভাবে এসব যন্ত্রাদি ক্রয়ে চার কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা লোপাটের মাধ্যমে আত্মসাত করেছেন।আসামিরা হলেন- রমেক হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. নূর ইসলাম, সহাকারী অধ্যাপক ডা. মো. সারোয়াত হোসেন, বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির (৫/ বি তোপখানা রোড) স্বত্বাধিকারী ডা. মো. জাহের উদ্দিন সরকার, জাহের উদ্দিনের আত্মীয় আ. সাত্তার সরকার, জাহের উদ্দিনের ছেলে আহসান হাবিব এবং ইউনিভার্সেল ট্রেড কর্পোরেশনের (দিনাজপুর) স্বত্বাধিকারী আসাদুর রহমান।
দুদক রংপুর সমন্বিত কার্যালয়ে এ মামলার আবেদন করা হয়। দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৬৮/ ৪৭১/১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাটি হয়েছে।