সিলেট টেস্টের প্রথম দিনটি জিম্বাবুয়ের। ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করেছে দক্ষিণ আফ্রিকা অঞ্চলের এই দেশটি। বাংলাদেশ সফরে এসে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে স্বাগতিকদের ১৯১ রানে গুঁড়িয়ে দিয়ে দিনের একিবারে শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান করেছে জিম্বাবুয়ে।
বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৩২ রানে দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ।
সেই অবস্থা থেকে দলকে উত্তরণের চেষ্টা করেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে তারা ৬৬ রানের জুটি গড়েন।
এরপর নিয়মিত বিরতিতে উইকেটে হারাতে থাকা বাংলাদেশ দলের হাল ধরেন মিডঅর্ডার ব্যাটসম্যান জাকের আলি অনিক। তিনি অষ্টম উইকেটে হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে ৪১ রানের জুটি গড়েন।
মূলত মুমিনুল হক সৌরভ, নাজমুল হোসেন শান্ত আর জাকের আলি অনিকের ব্যাটিংয়ের সুবাদে ৬১ ওভারে ১৯১ তুলতে সমর্থ হয় বাংলাদেশ। দলের হয়ে মুমিনুল ৫৬, নাজমুল হোসেন শান্ত করে ৪০ রান আর জাকের আলি অনিক করেন ২৮ রান।
জিম্বাবুয়ের হয়ে ৩টি করে উইকেট নেন ব্লেসিংমুজারাবানি এবং ওয়েলিংটন মাসাকাদজা। দুটি করে উইকেট নেন ভিক্টর নাচুই আর ওয়েসলি মাধেভেরে।
জবাবে ব্যাটিংয়ে নেমে দিনের একিবারে শেষ বিকেলে ১৪.১ ওভার ব্যাটিং করে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান করে জিম্বাবুয়ে। প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ থেকে তারা ১২৪ রানে পিছিয়ে থাকলেও হাতে আছে সবগুলো উইকেট।
প্রথম দিনের খেলা শেষে সিলেট টেস্টের যা অবস্থা তাতে, বাংলাদেশের তুলনায় খুব ভালো পজিশনে আছে জিম্বাবুয়ে। কোনো ধরনের অঘটন না ঘটলে প্রথম ইনিংসে লিড নেওয়ার জোড়ালো সম্ভাবনা রয়েছে সফরকারীদের।