সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সীমান্ত নদী ইছামতি আর কালিন্দীর বাংলাদেশ পাড়ে অপরূপ সৌন্দর্য্যের প্রতিকী নিদর্শন | চ্যানেল খুলনা

সীমান্ত নদী ইছামতি আর কালিন্দীর বাংলাদেশ পাড়ে অপরূপ সৌন্দর্য্যের প্রতিকী নিদর্শন

কালিগঞ্জের সিমান্তবর্তী কালিন্দী, ইছামতি ও কাঁকশিয়ালী নদীর ত্রি-মোহনায় বসন্তপুর যেন এখন অপরূপ সৌন্দর্য্যের প্রতিকী নিদর্শন হয়ে দাঁড়িয়েছে। যে কোন উৎসব কিংবা দিবস নয়, সারা বছরই এখানে ভ্রমণপিপাসু মানুষের ভীড়ে জমজমাট অবস্থা বিরাজমান। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনোদন পিপাসুদের ভীড় লক্ষণীয়। তবে করোনার কারণে কিছুদিন মানুষের ভীড় কিছুটা কম থাকলেও আবার নতুন করে তা জমজমাট হয়ে উঠেছে। তাই সিমান্তবর্তী কালিন্দীর পাড় ঘিরে গড়ে উঠতে পারে ভ্রমণপিপাসুদের বড় বিনোদন কেন্দ্র।সরেজমিনে গিয়ে দেখাগেছে, পড়ন্ত বিকেলে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, গনমাধ্যমকর্মী, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ পরিবার পরিজনদের নিয়ে বসন্তপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় নদী পাড় দিয়ে হাঁটছেন এবং নিজেকে ক্যামেরাবন্দী করছেন। নদীর কিনারে শত শত মানুষ দূর থেকে দেখছেন প্রতিবেশী রাষ্ট্র ভারতের হিঙ্গলগঞ্জ বাজার। নদীর পাড়ে হাটতে হাঁটতেই চোখে পড়ল চারজন তরুণ সমবয়সী একসঙ্গে দাঁড়িয়ে মুঠোফোনে সেলফি তুলছেন। বিশেষ করে বিকেল হলে সিমান্তবর্তী নদীর পাড়ের চেহারা আমূল বদলে যায়। তবে শুক্রবার ও ছুটির দিনগুলোয় দর্শনার্থীদের ভিড় বেড়ে যায়। ভ্রমন পিপাঁসু ও প্রকৃতিপ্রেমি মানুষ নদীর সৌন্দর্যে অভিভূত হয়ে বার বার ছুটে আসেন এখানে। অনুসন্ধানে জানাগেছে, ব্রিটিশ আমলে নির্মিত প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত “রামজননী ভবন” এলাকায় গড়ে উঠা বিনোদন ও পিকনিক স্পট কেন্দ্র এক পলক দেখলেই মুখ ফিরাতে পারবেনা কেউই। একবার আসলে বার বার আসতে মন চায় সবার। তারপরও পুরাতন এই ভবনের অজানা ইতিহাস জানতে চায় সবাই। সব মিলে জায়গাটা সবসময় মুখরিত থাকে। খোঁজ নিয়ে জানা গেছে, ব্রিটিশ আমলে পরিত্যক্ত বাড়ি “রামজননী ভবন” এলাকায় দর্শনার্থীদের ভিড়ে এখন বিনোদন কেন্দ্র ও পিকনিক কর্ণার হিসেবে পরিচিতি পেয়েছে। ইতিমধ্যে গত ৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে উপজেলা শিল্পকলা একাডেমির সার্বিক ব্যাবস্থাপনায় দিন ব্যাপি জাকজমকপূর্ণ পিকনিক শেষে আলোচনা সভায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল রামজননী ভবনের পরিত্যাক্ত জমিতে পিকনিক স্পট কর্ণার ঘোষনা দেন। এই পিকনিকে ততকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, কালিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তাসহ উপজেলার বিশিষ্ঠ জনেরা অংশগ্রহন করেন। সেই থেকে আকর্ষণীয় হয়ে উঠেছে “রামজননী ভবন” এলাকাটি। সাতক্ষীরা জেলার বিভিন্ন স্হান থেকে ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থী জানান, পুরাতন রামজননী ভবন দেখার পর আমরা নদীর সৌন্দর্য দেখার সুযোগ পেয়েছি। ভালই মজা লাগলো, তবে একটা পার্ক বা বিনোদন কেন্দ্র থাকলে আমরা আরো বেশী মজা পেতাম। প্রকৃতি প্রেমিক, মানবাধিকারকর্মী ও সাংবাদিক ইশারাত আলী বলেন, পড়ন্ত বিকেলে নদীর বুকে সূর্যের প্রাকৃতিক দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়েছি। সারাদিনের কর্মক্লান্তীর পরে চমৎকার দর্শনীয় স্থানে ঘুরতে আসি। তবে  প্রশাসনের উদ্যোগে নদীর পাড়ে একটি পার্ক হলে আরও বেশী আনন্দ উপভোগ করতে পারতাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজিব হোসেন নামে একজন বলেন, কালিগঞ্জের সিমান্ত এলাকায় এই প্রথম ঘুরতে এলাম। শুনেছি দুই দেশের মনোরম দৃশ্য এখানে আসলেই দেখা যায়। এমন সুন্দর জায়গা আগে কখনো দেখিনি। সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে দাবি রাখবো প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এই জায়গাটি দর্শনার্থীদের জন্য পার্ক বা বিনোদন কেন্দ্র হিসেবে তৈরি করা হোক।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মোবাইল দোকান থেকে ৬৫টি স্মার্টফোন চুরি

তালায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তালায় র‌্যালি

জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে সাতক্ষীরায় সংলাপ

তালায় উপসচিব পদে সকল কোটার অবসান দাবিতে মানববন্ধন

তালায় দুই লাখ টাকার আট দলীয় মেগা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।