রবিবার (৯ মে) দুপুরে খুলনা জিরো পয়েন্টে এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে ৩২ জন জলদস্যুকে এ ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় র্যাব-৮ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
র্যাব-৮ ফোর্সেস ডিজি মহোদয়ের পক্ষে খুলনা জিরো পয়েন্টে এলাকায় আত্মসমর্পণকারী দস্যুদের মাঝে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও নগদ অর্থ বিতরণ করা হয়। স্বাভাবিক জীবনে ফিরে আসা ২৮৪ জলদস্যুর হাতে এ সব সামগ্রী তুলে দেয়া হয়।
বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় আত্মসমর্পণকারী কর্মহীন জলদস্যুদের সাহায্যার্থে এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অদ্য ০৯ মে ২০২১ ইং তারিখে র্যাব ফোর্সেস ডিজি মহোদয়ের পক্ষ হতে র্যাব-৮ বরিশালে আত্মসমর্পণ কৃত ২৭ টি বাহিনীর ২৮৪ জন জলদস্যুকে ঈদ উপহার প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় খুলনায় ৩২ জনকে ঈদ উপহার প্রদান করেন র্যাব-৮ এর এ্যাডজুটেন্ট এডি মোঃ রবিউল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন এস আই মোঃ জাকির হোসেন, এ এস আই তুষার কান্তি।
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে এ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান এ র্যাব কর্মকর্তা।