বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, সোনার বাংলা গড়তে হলে তোমাদের পড়া-লেখা শিখে আলোকিত মানুষ হতে হবে। আধুনিক তথ্য প্রযুক্তিতে এগিয়ে থাকতে হবে। গণিত ও বিজ্ঞানের ওপর দখল থাকতে হবে। জঙ্গিবাদ, মাদক, ইভটিজিংকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। একই সাথে মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে থাকতে হবে। ২০৪১ সালে দেশ যখন উন্নত রাষ্ট্রে পরিণত হবে তখন তোমরাই হবে দেশের কর্ণধর। মঙ্গলবার সকাল ১০ টায় খাসেরহাটের কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় কলেজ অধ্যক্ষ স্বপন কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান অর্চণা বড়াল ঝর্ণা, বিউটি আক্তার, মাসুদ সর্দার, শেখ বাদশা মিয়া, অলিউজ্জামান জুয়েল খলিফাসহ বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। নবীন বরণ শেষে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ সবুজ সাথী’র পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে উন্নত জাতের আম গাছের চারা প্রদান করা হয়।