চ্যানেল খুলনা ডেস্কঃনগরীর শিরোমণি শিল্প এলাকার সোনালী ব্যাংক কেবল শিল্প শাখায় রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে। সোনালী ব্যাংক কেবল শিল্প শাখার ম্যানেজার মোঃ ফিরোজ হোসেন জানান, কেবল শিল্পের সিকিউরিটি গার্ড ভোর ৪টার দিকে বাংকের ভিতর দিয়ে ধোয়া বের হতে দেখে বাকেশি কর্মকর্তাদের খবর দেয়, পরে বাকেশি কর্মকর্তাদের মাধ্যমে খবর পেয়ে দৌলতপুর ফায়ার সার্ভিস অফিসে খবর দেই, দৌলতপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মাসুদ পারভেজ জানান, খবর পেয়ে ভোর পৌণে ৫ টার দিকে ঘটনাস্থলে আমাদের ২টা ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ব্যাংকের ষ্টোর কাম রেকর্ডরুম থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন ধরতে পারে, আগুনে তেমন কোন বড় ধরনের ক্ষতি না হলেও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস্ ও কিছু আসবাবপত্র পুড়ে গেছে । খুলনা সোনালী ব্যাংক সহকারী জেনারেল ম্যানেজার এস এম মনিরুজ্জামান বলেন, বড় ধরনের ক্ষয় ক্ষতি না হলেও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এদিকে গতকাল রবিবার সকাল ৬টার সময় ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা সোনালী ব্যাংক সহকারী জেনারেল ম্যানেজার এস এম মনিরুজ্জামান, বিধান ভট্টাচার্য, মোঃ নাজিম উদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তরা। একটি সূত্রে জানা যায় বছরের শেষ সময়ে বিশেষ উদ্দেশ্য প্রণীত ভাবে এ আগুনের সূত্রপাত ঘটেছে বলে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে।