সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
স্ত্রী’র মামলায় সিআইডি’র সাব-ইন্সপেক্টর মিঠুন রায় জেল হাজতে | চ্যানেল খুলনা

স্ত্রী’র মামলায় সিআইডি’র সাব-ইন্সপেক্টর মিঠুন রায় জেল হাজতে

স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতনকারী সিআইডি ঢাকা মালিবাগের সাইবার জোনে কর্মরত সাব-ইন্সপেক্টর খুলনার ডুমুরিয়া থানাধীন বান্দার গ্রামের অমলেন্দু রায়ের পুত্র মিঠুন রায়কে (৩৩) তার স্ত্রীর দায়ের করা নারী ও শিশু ৬৬/২১ নম্বর মামলায় বুধবার (২২ সেপ্টেম্বর) আত্মসমার্পন করে জামিন আবেদন করলে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক দিলরুবা আক্তার তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। বাদী পক্ষের আইনজীবী ছিলেন, পিপি অলকানন্দ দাস ও এ্যাড. ড. মো: জাকির হোসেন এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন সেলিনা আক্তার পিয়া। ঘটনার বিবরণে বলা হয়, খুলনার বটিয়াঘাটা দেবীতলা গ্রামের দেবদাস বিশ্বাসের কন্যা তিথী বিশ্বাস (২৫) খুলনার বয়রা সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্রী। মিঠুন রায়ের সাথে ২০১৫ সালে এক বিয়ের অনুষ্ঠানে তাদের পরিচয় হয়। এরপর প্রেম থেকে সম্পর্ক হয়। ২০১৯ সালে নোটারী পাবলিকের মাধ্যমে গোপনে বিয়ে করে স্বামী-স্ত্রী’র ন্যায় বিভিন্ন স্থানে বাসা ভাড়া করে থাকে। পরবর্তীতে তাকে বাড়িতে স্ত্রী হিসেবে তুলে নেয়ার জন্য দুই বিঘা জমি, দশ ভরী স্বর্ণ ও বিশ লক্ষ টাকা যৌতুক দাবি করে এবং এর জন্য মিঠুন রায় তাকে মারধর করে। তিথী বিশ্বাস নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ খুলনায় মিঠুন রায়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। উক্ত মামলায় বুধবার (২২ সেপ্টেম্বর) মিঠুন রায় আদালতে আত্মসমার্পন করলে উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইবুনালের বিচারক সিআইডি’র উক্ত কর্মকর্তা মিঠুন রায়কে জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য, খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিঠুন রায়ের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে ৬৯সি/২০ এবং পারিবারিক জজ আদালতে ৩২/২০ নম্বর মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলা হওয়ার কারণে উক্ত মামলা তুলে নিতে মিঠুন রায় পুুলিশের ক্ষমতা অপব্যবহার করে বাদী পরিবারকে নানা রকম ভয়ভীতি প্রদর্শণ করছে এবং সামাজিকভাবে পরিবারটিকে একঘোরে করে রাখেছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনার শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেপ্তার

আন্ত:জেলা নারী পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ফকিরহাটে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

অজ্ঞান পার্টির খপ্পরে ফকিরহাটের এক সাংবাদিকের ছেলে

খুলনায় সন্ত্রাসী হাড্ডি সাগর গ্রেপ্তার

দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।